এবার ‘এনএইচ টুয়েলভ’
বিনোদন ডেস্ক:
বলিউডের দুর্দান্ত অভিনেত্রী আনুশকা শর্মার সিনেমা ‘এনএইচ টেন’ বলিউডে বেশ সাড়া ফেলেছে। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এই সিনেমাকে সাধুবাদ জানাচ্ছে এবং বরাবরের মতই আনুশকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। ‘এনএইচ টেন’ সিনেমার সাফল্যের রেশ ধরে পরিচালক নভদীপ সিং সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, সিনেমার নামও ঠিক করে ফেলেছেন ‘এনএইচ টুয়েলভ’। ধারণা করা হচ্ছে সিনেমাটির সিক্যুয়েলেও আনুশকা শর্মাই প্রধান চরিত্রে অভিনয় করবেন। উল্লেখ্য, ‘এনএইচ টেন’ সিনেমাটি এ বছর ১৩ মার্চ মুক্তি পেয়ে পুরোদমে ব্যবসা করছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নীল ভূপালাম ও দর্শন কুমার।