Connecting You with the Truth

এবার বাইকার রুহী!

ruhee_inner_699079945বিনোদন ডেস্ক:
এবার বাইকার গার্ল হলেন মডেল ও চিত্রনায়িকা রুহী। হলে হলে তার জিরোডিগ্রি চলছে। এদিকে রুহী ঘুরে বেড়াচ্ছেন বাইক নিয়ে। পরনে জিন্স, গায়ে লাল টি-শার্ট ও কালো চামড়ার জ্যাকেট। আর মাথায় হেলমেট। পুরো গতিতে মোটরবাইক চালাচ্ছেন রুহী। তাও আবার ঢাকার রাস্তায়! রোববার রাতে তেমনই কিচু ছবি পোষ্ট করলেন রুহী। জানালেন দীপু সিকান্দারের পরিচালনায় একটি বিজ্ঞাপন চিত্রের শ্যুটিং করতে গিয়ে মজা করে বাইক চালিয়েছেন তিনি। আজও চালাবেন। ঢাকার উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং নরসিংদীর কোন রাস্তায় চোখ মেললেই হয়তো বাইক নিয়ে রুহীর মুখোমুখি হয়ে যেতে পারেন যে কোন ভক্ত। রুহী বলেন, ‘একটি ভোজ্যতেলের বিজ্ঞাপনের জন্য তাকে এ দু’দিন মোটরসাইকেল চালাতে হয়েছে। আমি কিন্তু আগে থেকে বাইক চালাতে পারি। তাই মোটেও সমস্যা হয়নি। আসলে বিজ্ঞাপনে আমি ‘টমবয়’ ধরনের মেয়ে। তাই এমনভাবে আমাকে বাইক চালাতে হয়েছে।’ এতে রুহীর বাবা-মা হিসেবে দেখা যাবে আবুল হায়াত ও নাগরিক নাট্যদলের শিখাকে। বিজ্ঞাপনের গল্পে রুহী দুরন্ত মেয়ে। যে বাইক চালাতে পছন্দ করে। এ বিষয়ে বেশ সচেতন। তাদের মা-বাবা চান মেয়ে খাবারের বেলায়ও যেন সচেতন হয়। নইলে ফিটনেস ধরে রাখা যাবে না। এদিকে রুহী ও তার স্বামী পরিচালক মনসুর আলী মঙ্গলবার ইংল্যান্ডে যাচ্ছেন। সেখানে ‘সংগ্রাম’ ছবির জন্য তারা ট্রাইবেকা ও কেসউক উৎসবে অংশ নেবেন।

Comments
Loading...