Connecting You with the Truth

এবার মৌসুমে হারিয়ে অ্যাটলেটিকোর সুপার কাপ

s-5
স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার আধিপত্য গুড়িয়ে দিয়ে গেল মৌসুমে স্প্যানিশ লিগের শিরোপা নিজেদের করে নিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবের ম্যানেজার সিমউনের শিষ্যরা মৌসুমজুড়ে হাড্ডাহাড্ডি লড়েছিল ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরাপার জন্যও। কিন্তু ফাইনালে তাদের হতাশ করে রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে স্প্যানিশ সুপার কাপে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মৌসুমের শুরুতেই দারুণ প্রতিশোধ নিল অ্যাটলেটিকো। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ১-১ ড্র করলেও নিজেদের মাঠে রিয়ালকে হারায় ১-০ গোলে। দুই লেগ মিলে ২-১ ব্যবধানে শিরোপা জিতে সিমউনের শিষ্যরা এবারও জানান দিয়ে রাখলো, দিয়াগো কস্তা কিংবা ডেভিড ভিয়া ক্লাব ছেড়ে গেলেও দল হিসেবে এখনো তারা দৃঢ় প্রতিজ্ঞ। যে কাউকে হারানোর যোগ্যতা তাদের আছে। এছাড়া মৌসুমের শুরুতেই সুপার কাপের শিরাপা জিতে অ্যাটলেটিকো মাদ্রিদ যেন সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে স্প্যানিশ লিগের দুই জায়ান্ট রিয়াল-বার্সাকে। দিয়াগো কস্তা ও ডেভিড ভিয়াসহ কয়েকজন খেলোয়াড় ক্লাব ছেড়ে যাওয়ার মনে হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ হয়তো আর পেরে উঠবে না। ফুটবল বোদ্ধাদের সে ধারণা এক ফুৎকারে উড়িয়ে দিল সিমউন ও তার শিষ্যরা। ম্যাচের শুরুতেই জয়সূচক গোলটি করেন বায়ার্ন মিউনিখ থেকে আসা মারিও মানজুকিচ। খেলার ৮১ সেকেন্ডে মানজুকিচের গোলটি সুপারকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল। পুরো ম্যাচে লড়াই করে গোলটি আর শোধ করতে পারেনি কার্লো আনচেলেত্তির শিষ্যরা। মানজুকিচের করা একমাত্র গোলটিতে ভর করেই ১৯৮৫ সালের পর তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল অ্যাটলেটিকো। এ মৌসুমে রিয়ালে আসা সবচেয়ে বড় তারকা কলম্বিয়ার জেমস রদ্রিগেজ, বিশ্বের সবচেয়ে দামি তারকা গ্যারেথ বেল তো ছিলেনই, দ্বিতীয়ার্ধে ইনজুরির আশঙ্কা নিয়ে মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলে নতুন আসা জার্মান তারকা টনি ক্রুসের বদলি হিসেবে নেমেছিলেন সিআর সেভেন। কিন্তু তিনিও খুঁজে পাননি অ্যাটলেটিকোর জাল।



Comments
Loading...