Connect with us

বিবিধ

ব্যর্থতার বৃও থেকে বের হতে পারলো না বাংলাদেশ

Published

on


স্পোর্টস ডেস্ক:
ব্যর্থতার বৃও থেকে বের হতে পারলো না বাংলাদেশ। উল্টো ৭০ রানে অলআউট হওয়ার লজ্জাবরণ করতে হলো মুশফিকের দলকে। ওয়ানডেতে বাংলাদেশের সর্বনিন্ম রান ৫৮। প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে আর দ্বিতীবার এ বছরের জুনে ভারতের বিপক্ষে। শুক্রবার তৃতীয় সর্বনিন্ম রানের স্কোর করলো মুশফিকুর রহিমের দল। ৭০ রানে আটকে গেল টাইগাররা। প্রতিপক্ষ সেই ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার গ্রানাডার সেন্ট জর্জে ১৭৭ রানে পরাজয়ের পাশাপাশি ওয়ানডে সিরিজও খোয়াল বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিমের টানা তৃতীয় সিরিজ হার এটি। চলতি বছরে ওয়ানডেতে একটি ম্যাচেও জয় না পাওয়ায় বেশ কষ্টে দিন পার করছে বাংলাদেশ দল। চাপে আছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। শুক্রবার ম্যাচ শেষে মুশফিকুর রহিম বলেন, ‘এরকম হার হতাশাজনক। সবচেয়ে হতাশাজনক বিষয় হচ্ছে আমাদের একজন খেলোয়াড়েরও মাঠে লড়াই করার মানসিকতা ছিল না।’ ম্যাচ নিয়ে মুশফিক বলেন, ‘আমি মনে করি বোলাররা তাদের কাজটুকু করেছে। ব্যাটিংয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের কাছে এখনো একটি ম্যাচ আছে। সেই ম্যাচে ভালো করার সর্বাÍক চেষ্টা থাকবে।’ চলতি বছরে একটি ওয়ানডেতেও জয় পায়নি বাংলাদেশ। ১১টি ম্যাচের ১১টিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে আনামুল-তামিমরা। নিজেদের উপর আÍবিশ্বাস না থাকায় মাঠে পারফরম্যান্সও নেই টাইগারদের। এ নিয়ে মুশফিক বলেন, ‘আÍবিশ্বাস ও পারফরম্যান্স দুটি এক সঙ্গে কাজ করে। পরবর্তী ম্যাচ নিয়ে ইতিবাচক চিন্তা করে মাঠে নামাই শ্রেয়।’

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *