Connecting You with the Truth

‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’

সুলতানা রাজিয়া

হ্যাঁ, সত্যিই সকল দেশের রানী আমার এ জন্মভূমি। সুজলা, সুফলা, শস্য-শ্যামলা, রূপের মধু, সুরের যাদু ভরা আমার এ দেশ। নদীর কলতান, পাখির কলকাকলি ও সবুজের সমারোহে পরিপূর্ণ আমার এ দেশ; বাংলাদেশ। মা আর মাতৃভূমি এ দুটোর মধ্যে আশ্চর্যজনক এক মিল। মা যেমন তার সন্তানকে সযতেœ গর্ভে ধারণ করে জন্মদান করে, নিজের বুকের দুধ পান করিয়ে তার ক্ষুধা নিবারণ করে, স্নেহ-মমতা দিয়ে তিলে তিলে বড় করে তোলে, তেমনি মাতৃভূমিও আমাদের সযতেœ লালন করে। তার ভূমিতে উৎপাদিত শস্য দিয়ে আমাদের খাদ্য চাহিদা পূরণ করে। তার বুকের মিষ্টি পানিতে আমাদের তৃষ্ণা মেটায়। এরই আলো-বাতাসে আমরা ধীরে ধীরে বড় হয়ে উঠি। এ দেশেরই স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিদ্যালাভ করে আমরা শিক্ষিত হই। মায়ের স্নেহের কাছে সন্তান যেমন ঋণি তেমনি মাতৃভূমির এই স্নেহের কাছে আমরাও ঋণি। সন্তান যেমন তার মায়ের স্নেহের দাম কখনও দিতে পারবেনা, তেমনি অস্বীকার করার উপায় নেই যে, আমরাও মাতৃভূমির স্নেহের এ দাম কখনও দিতে পারবনা। কিন্তু মাতৃভূমির দুর্যোগময় মুহূর্তে নিজেকে বিলিয়ে তো দিতে পারব। মায়ের বিপদে সবার আগে সন্তানইতো এগিয়ে আসে, যে সন্তান মাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না সে সন্তানকে মায়ের কী প্রয়োজন?  আজ আমাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে চলছে ষড়যন্ত্র। বিশ্বের বুকে এ সোনার বাংলাকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অপবাদে কালিমালিপ্ত করতে একশ্রেণির কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে। আমাদের প্রিয় মাতৃভূমিকে তারা বিশ্ব অপশক্তির হাতে সোপর্দ করতে চায়। মাতৃভূমির ১৬ কোটি সন্তান বেঁচে থাকতে কিভাবে তারা এ দেশকে ধ্বংস করতে পারে? যে মায়ের বুকে আমাদের জন্ম, যেখানে আমরা তিলে তিলে বড় হয়েছি; সে মায়ের ভূমি আজ বিপদাপন্ন। আমাদের কি কোনো দায়িত্ব নেই মাতৃভূমির প্রতি? যারা আমাদের মাতৃভূমিকে জঙ্গিবাদের অপবাদে কালিমালিপ্ত করেছে, এই ভূমিকে নিয়ে নোংরা অপরাজনীতিতে মেতে উঠেছে সেই ধর্মব্যবসায়ী, অপরাজনীতিবিদদের বিরূদ্ধে কি আমাদের কিছুই করার নেই? আজ মায়ের বিপদে যদি আমরা এখনও চুপ করে থাকি, ঐক্যবদ্ধ না হই তাহলে মায়ের সাথে এই ১৬ কোটি সন্তানও যে ধ্বংস হয়ে যাবে, সেটা কি আমরা ভেবেছি? তাই আসুন একটি বারের জন্য ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সব স্বার্থ ভুলে ১৬ কোটি সন্তান এক হয়ে আমাদের সোনার মাতৃভূমিকে রক্ষা করি। আসুন আমরা সবাই শপথ নেই- এই মাতৃভূমির এক টুকরো মাটিও আমরা পরাশক্তির হাতে যেতে দেব না। আমরা কারও কাছে মাথা নত করব না। আমাদের ৩২ কোটি হাত এক করে বিশ্ব পরাশক্তিতে পরিণত হব। আমরা আবারও প্রমাণ করবো-

রূপের মধু, সুরের যাদু
কোন সে দেশে?
মায়াবতী, মধুমতি বাংলাদেশে।

লেখক: হেযবুত তওহীদের সদস্য

Comments
Loading...