Connecting You with the Truth

রাজনীতি -আবদুর রাজ্জাক খান

রাজনীতি
আবদুর রাজ্জাক খান

উল্টো রথে উল্টো পথে
সবাই যেন একই সাজে
একই লাজে একই ছাঁচে
একই ঢঙ আর একই ভাঁজে।

সবাই শুধু বীর হতে চায়
লড়াই যখন ঢের থেমে যায়।
গোলার গন্ধ ম্লান হয়ে যায়
ভীড় ঠেলে সে সামনে দাঁড়ায়।

নীতির রাজার ভেল্কিবাজি
গলায় কারো মরন ফাঁসি
কারো আবার পোয়াবারো
স্লোগান দিয়ে সামনে বারো।।

Comments
Loading...