Connecting You with the Truth

ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিকি আর্থার

s-7
স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ মিকি আর্থার। এই সপ্তাহের শুরুতে ওটিস গিবসন কোচের পদ থেকে সরে যাওয়ায় বর্তমানে শূন্য রয়েছে প্রধান কোচের পদ। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে আর্থার কোচ হচ্ছেন বলে দাবি করা হয়েছে। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জামাইকান টালাওয়াহসের হয়ে কোচের দায়িত্ব পালন করেছেন আর্থার। মিডিয়ার খবর, প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনিই। তবে বিদেশী ছাড়াও দেশীয় কোচ পেতেও আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউআইসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী মাইকেল মুনিরহেড বলেছেন, ‘আমরা সবার সঙ্গে কথা বলছি। স্থানীয় বা দেশী কোচও আমাদের পছন্দের তালিকায় রয়েছে। কিন্তু যাচাই-বাছাই শেষেই কোচ হিসেবে দেশী না বিদেশী দায়িত্ব পাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেব আমরা।’


Leave A Reply

Your email address will not be published.