Connecting You with the Truth

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যু

death picকক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় একটি মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন বলে জানা গেছে। গত কাল সকাল ৮টার দিকে উপজেলা পরিষদের ফটকের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই ফজলুল কাদের পাটোয়ারী জানান। নিহতরা হলেন- শহরের গোলদিঘীর পাড় এলাকার জনি সেন (১৮) ও উখিয়া উপজেলার কুতুপালং এলাকার শহিদুল ইসলাম (১২)। দু’জনই বাস টার্মিনাল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এসআই ফজলুল কাদের বলেন, সকালের দিকে দুই গ্যারেজ কর্মচারী মোটরসাইকেলটি মেরামত করে তা পরীক্ষামূলক চালাচ্ছিলেন। এ সময় পথে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হলে কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়।

Comments
Loading...