Connecting You with the Truth

চীনে বর্ষবরণ অনুষ্ঠানের নিহতদের অধিকাংশই যুবতী

2015-01-01T090751Z_1_LYNXMPEB000L6_RTROPTP_4_CHINA-STAMPEDEআন্তর্জাতিক ডেস্ক:

চীনে বর্ষবরণ অনুষ্ঠানে নিহতদের স্মরণে সাংহাইয়ের সুপরিচিত ওয়ারটারফ্রন্টের সামনে শুক্রবার এক শোকসভার আয়োজন করা হয়েছে। নগরীর গভর্নর জানিয়েছেন, নববর্ষের রাতের ওই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৩৬ জনের অধিকাংশই যুবতী। ২০১০ সালে সাংহাইয়ের একটি আকাশচুম্বি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৮ জনের মৃত্যুর ঘটনার পর নববর্ষের এই মর্মান্তিক ঘটনাটিই ছিল সবচেয়ে মর্মন্তুদ দুর্ঘটনা। শুক্রবার সকালে প্রায় ১০০ লোক সাংহাইয়ের প্রথম কমিউনিস্ট মেয়র চেন ই’র মূর্তির কাছে ওই দুর্ঘটনাস্থলে জমায়েত হয়। সেখানে সরকার অনুমোদিত সুনির্দিষ্ট স্থানে নিহতদের স্মরণে ফুল দিয়ে শোক প্রকাশ করা হয়। শুক্রবার নগর সরকার নিহতদের তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, এই ঘটনায় নিহতদের মধ্যে সবচেয়ে কমবয়সী ছিল ১২ বছরের এক ছেলে। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তিটির বয়স ছিল ৩৭ বছর। এই ঘটনায় নিহতদের ২১ জনই নারী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র চেন জিয়াওহ্যাং শোকস্থলে তার সহপাঠীর বোনের স্মরণে সফেদ ফুল অর্পণ করে। সাংহাইয়ের বাসিন্দারা এমন প্রশ্নও তুলছেন’-কেন নগর-সরকার মানুষের ভিড়কে নিয়ন্ত্রণ করেনি। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ৭০০ পুলিশ কর্মকর্তা ওই দিন সেখানে মোতায়েন ছিল। চীনে এক সন্তান নীতির কারণে মৃতদের মাতা-পিতারা তাদের একমাত্র সন্তানকে চিরতরে হারালো বলে উল্লেখ করেছেন ট্যাক্সিচালক জু জিয়াংজং।

Comments
Loading...