কুড়িগ্রামের শালঝোড় সীমান্তেÍ ৮ লক্ষাধিক টাকার ভারতীয় গরু উদ্ধার
শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শালঝোড় সীমান্ত এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। আটককৃত এসব গরুর মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।
বিজিবি জানায়, ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের শালঝোড় বিওপির হাবিলদার মোঃ আব্দুল আউয়াল এর নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে শালঝোড় সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় শালঝোড় সীমান্তের মেইন পিলার ৯৮৭ নং এর সাব পিলার ৪ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাইজারচর নামক স্থানে অবস্থান গ্রহণ করে টহল দলটি। পরে সেখান থেকে মালিক বিহীন ১৪টি ভারতীয় বলদ গরু দেখতে পেয়ে আটক করে। যাহার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষাধিক টাকা।
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. জাকির হোসেন জানান, আটককৃত গরুগুলো জেলার নাগেশ্বরী উপজেলার জয়মনির হাট কাস্টমস অফিসে জমা করা হয়েছে।