কুড়িগ্রামে সপ্তাহব্যাপী বই মেলা শুরু
কুড়িগ্রাম প্রতিনিধি : মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ফেয়ার আয়োজিত উপজেলার কাচারী মাঠে ২০তম বই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজকর্মী মতি শিউলী, পৌর মেয়র আব্দুল হামিদ সরকার ও উৎযাপন কমিটির আহবায়ক জুলফিকার আলী সেনা প্রমুখ বক্তব্য রাখেন। মেলায় ২০টি ষ্টল অংশ নিয়েছে। বই মেলা উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে গুনিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।