Connecting You with the Truth

কেন্দ্রীয় চরিত্রে নবাগত মেঘলা

b-5
বিনোদন প্রতিবেদক:
রোমান্টিক ধাঁচের চলচ্চিত্র ‘প্রথম দেখা’-য় প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা মেঘলা। আহমেদ আলী মণ্ডল পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন মামনুন হাসান ইমন। ২০১৩ সালের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র ‘আমি শুধু চেয়েছি তোমায়’-সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করা মেঘলা বলছেন, এখন থেকে কেবল প্রধান নায়িকা চরিত্রেই অভিনয় করবেন। র‌্যাম্প মডেলিং থেকে উঠে আসা মেঘলা বলেন, “চলচ্চিত্র নিয়েই ভাবছি এখন। বেশ কটি সিনেমার অফার এসেছে। আমি এখন গল্প ও চরিত্র নিয়ে ভাবছি, আমি সে গল্প ও চরিত্রের জন্য তৈরি কি না। যেসব চরিত্র আমার জন্য সহজতর মনে হচ্ছে, আমি সেসব চরিত্র নিয়েই ভাবছি।” মেঘলা আরও বলছেন, “এখনই চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই না। তবে আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে চাই। রোমান্টিক ধারার পাশাপাশি অ্যাকশন, সামাজিক সব ধরনের সিনেমার প্রতি আমার আগ্রহ রয়েছে।” মেঘলা জানান, ‘প্রথম দেখা’ সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে পড়–য়া দুই বাঙ্গালি শিক্ষার্থীর প্রেমে পড়ার ঘটনা নিয়ে। তাদের প্রেমকাহিনীতে বাধা হয়ে দাঁড়ায় তাদের পরিবার। ইমন ও মেঘলার জীবনে তখন সৃষ্টি হয় নতুন জটিলতা। ‘প্রথম দেখা’ ছাড়াও মেঘলা চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফার্স্ট লাভ’ সিনেমাতে। ‘প্রথম দেখা’-র পরিচালক আহমেদ আলী মণ্ডল জানিয়েছেন, পুরো সিনেমাটি তিনি সাউথ আফ্রিকার বিভিন্ন লোকেশনে শ্যুটিং করবেন।

Comments
Loading...