Connecting You with the Truth

ক্লাব তারকরা ফিরলেন বার্সায়

স্পোর্টস ডেস্ক:s-6
ক্রিসমাস আর নতুন বছরের ছুটি শেষে স্প্যানিস জায়ান্ট বার্সেলোনার শিবিরে ফিরে এসেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি, ব্রাজিল অধিনায়ক নেইমার আর দানি আলভেজ। ক্লাবের অনুশীলনে সময় মতোই যোগ দিয়েছেন বার্সার এ তিন তারকা। কাতালানদের সঙ্গে যোগ দেওয়ার আগে নেইমার ফিরে গিয়েছিলেন নিজ দেশ ব্রাজিলে। সেখানে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা নিয়ে আর সামাজিক বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় কাটিয়েছেন ব্রাজিল অধিনায়ক। বার্সার ফেরার পর জানালেন নতুন বছরের লক্ষ্য। নিজের টার্গেট জানাতে গিয়ে নেইমার বলেছেন, আমি সব সময় খেলার জন্য মুখিয়ে থাকি। নতুন বছরে আরো ভালো খেলতে চাই। এদিকে, ব্রাজিলের আরেক তারকা গোড়ালির ইনজুরিতে পড়া বার্সার মিডফিল্ডার দানি আলভেজ ক্লাবের মেডিকেল টিমের কাছে পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পন্ন করেছেন। বার্সেলোনা তাদের নিজস্ব ওয়েবে পেজে জানিয়েছে, আর্জেন্টাইন তারকা মেসির সঙ্গে ক্লাবের ক্যাম্পে যোগ দিয়েছেন স্পেনের তরুণ প্রতিভা মুনির আল হাদ্দাদি। লা লিগার অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে মেসি, নেইমার আর আলভেজরা।

Comments
Loading...