Connecting You with the Truth

গণভোটের পর মুখ খুললেন ব্রিটেনের রানী

rani_BG_228893310স্কটল্যান্ডের গণভোটের পর আবারো মুখ খুলেছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি স্কটল্যান্ডের গণভোটের ফলাফলকে ‘সম্মান’ করার আহ্বান জানিয়েছেন। 

রানী বলেন, আমি বিশ্বাস করি স্কটল্যান্ড ‘পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার’ মাধ্যমে এগিয়ে যাবে।

স্কটল্যান্ড স্বাধীন হবে না ব্রিটেনের সঙ্গে এই ইস্যুতে বৃহস্পতিবার গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রকাশিত ফলাফলে দেখা যায় ‘না’ ভোট পড়েছে ৫২ শতাংশ ‍ও ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৮ শতাংশ। এর ফলে তিনশ বছর ধরে ব্রিটেনের সঙ্গে থাকা স্কটল্যান্ড ‘আপাতত’ আলাদা হচ্ছে না। 

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার আলেক্স স্যালমন্ড পদত্যাগের ঘোষণার পর রানী বিবৃতি দিলেন।

ভোটের আগে রানী গণভোটকে ‘স্কটল্যান্ডের জনগণের বিষয়’ বলে উল্লেখ করেন।

Comments
Loading...