Connect with us

আন্তর্জাতিক

তুর্কি জিম্মি মুক্তি দিল আই এস

Published

on

Turkey2অর্ধশত তুর্কি জিম্মিকে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেট। গত জুনে ইরাকের মসুল থেকে তাদের অপহরণ করা হয়। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ ডাবুটোগলু অপহৃতদের মুক্তির খবরটি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী ঘোষণাকালে বলেন, পুরো জাতি যে সংবাদটির জন্য অপেক্ষা করছে সেটি আপনাদের দিতে পেরে আমি খুশি। মাত্র কয়েকঘণ্টা আগে আমাদের 
নাগরিকদের মুক্তি দিয়েছে আইএস। সীমান্ত দিয়ে তারা তুরস্ক প্রবেশ করেছে। তাদেরকে দেখতে আমি রওয়ানা হয়েছি।

মুক্তিপ্রাপ্ত ৪৯ জনের মধ্যে রয়েছেন সেনা কর্মকর্তা, কূটনীতিক ও তাদের স্বজনরা। মসুলে তুরস্কের কনস্যুলেট থেকে এদেরকে অপহরণ করে আইএস। 

এজন্য আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকে তুরস্ক সাড়া দিলেও অপহৃতদের নিরাপত্তার কথা ভেবে সরাসড়ি জড়াতে চায়নি। মুক্তিপ্রাপ্তদের তুরস্কের গোয়েন্দারা সানলিউরফা শহরে নিয়ে গেছেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *