Connecting You with the Truth

গতির সেরা ছিল একমাত্র রুবেল!

s-5স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার ইনিংসে আজ মাত্র একটাই উইকেট পড়েছে। আর লাহিরু থিরিমান্নের সেই উইকেটটা নিয়েছেন পেসার রুবেল হোসেন। সেদিক থেকে রুবেল এগিয়ে ছিলেন বাংলাদেশের অন্য সব বোলার থেকে। থিরিমান্নে শেষ অবধি থেমেছিলেন ৫২ রান করে। ২৪ তম ওভারের তৃতীয় বলে পেসার রুবেল হোসেনের বলে থার্ড ম্যানে তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দেয়ার আগেই অবশ্য আরেক ওপেনার তিলকারতেœ দিলশানের সাথে যোগ করে ফেলেছেন ১২২ রান। তবে, এটা ছাড়া আরেকটা দিক থেকে রুবেল শুধু বাংলাদেশেরই নয়, ম্যাচে বল করা সব লঙ্কান বোলারদেরও ছাড়িয়ে গেছেন। দিনের সবচেয়ে গতিশীল বলটা এসেছে তার হাত থেকেই। সেটার গতি ছিল ঘণ্টা প্রতি ১৪৩.৯। দ্বিতীয় স্থানেও আছেন একজন বাংলাদেশিই। তিনি হলেন তাসকিব আহমেদ। তার একটা বল এসেছিল ঘণ্টা প্রতি ১৪২.৮ কিলোমিটার বেগে।

Comments
Loading...