Connecting You with the Truth

গরু নিয়ে কঠোর হুঁশিয়ারি মমতা’র

mamata-didiআন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে কোরবানির ঈদের প্রাক্কালে গরু জবাই নিয়ে উগ্রপন্থীদের হইচইয়ের তীব্র সমালোচনা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিশেষ করে গরু গণনার নামে ইস্যু সৃষ্টির বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তার বক্তব্য, যারা এ সব নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাদের আইন অনুযায়ী মোকাবিলা করা হবে৷
রোববার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে৷ পুলিশের জিপে আগুন ধরিয়ে দেয়া হয়৷ ওই ঘটনায় সিপিএম ও বিজেপির নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, যারা এসব করছে তারা তো কেউ ত্রিপুরায়, কেউ কেরলে, কেউ দিল্লিতে রাজত্ব করে৷ তাদের রাজ্যে এমন ঘটনা ঘটলে কী হয়? সেই সঙ্গে তার হুঁশিয়ারি, পুলিশের গাড়ি সমেত সরকারি গাড়িতে ভাঙচুর অগ্নি সংযোগ ঠেকাতে আগামী বিধানসভাতেই আইন আনবে সরকার৷
তিনি সোমবার নবান্নে সংবাদ সম্মেলনে আরো জানিয়েছেন, গত পাঁচ বছরে যারা এই ধরণের সরকারি সম্পত্তির ক্ষতি করেছে, তাদেরও এই আইনের আওতায় এনে দন্ডবিধান করা হবে৷ তিনি এ দিন বলেন, ‘রবিবার রাতে হঠাত্ গোরু গুনতে কিছু লোক রাস্তায় নেমে পড়েছিল৷ সঙ্গে সঙ্গে প্রশাসনিক স্তরে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে৷ কে কী খাবে, সেটা তার খাদ্যাভ্যাসের ব্যাপার৷’
মমতা আরো বলেন, ‘পটল খাচ্ছেন কেন? জগদীশ চন্দ্র বোস তো দেখিয়ে দিয়েছেন উদ্ভিদেরও প্রাণ আছে৷ মুরগি খেলেও রক্তপাত হয়, মাছ খেলেও হয়৷’ তিনি ঈদ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সকলের ঈদ শান্তিতে কাটুক৷ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Comments
Loading...