গাংনীতে আগ্নেয়াস্ত্র ও বোমাসহ ৪ সন্ত্রাসী আটক
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে ২টি এলজি শাটারগান, ৪টি শক্তিশালী তাজা বোমা ও একটি তালা ভাঙার রডসহ পাঞ্জাব বাহিনীর ৪ সদস্যকে আটক করেছে। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বুধবার রাত পৌনে ১২টায় গাংনী উপজেলার ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক সন্ত্রাসীরা হলেন, গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে টুটুল হোসেন (২২) ও একই গ্রামের মোরাদ আলীর ছেলে মিঠুন (১৮), একই উপজেলার তেরাইল গ্রামের পূর্বপাড়া এলাকার মুনছের আলীর ছেলে ফিরোজ হোসেন (২৬) ও আরজ আলীর ছেলে স্বপন হোসেন (২০)। ডিবি পুলিশের ওসি আখতারুজ্জামান জানান, সন্ত্রাসীদের একটি দল ছাতিয়ান নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের তালা ভেঙে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও বোমাসহ ৪ সন্ত্রাসীকে আটক করা হয়। তবে অপর ২ জন সন্ত্রাসী পালিয়ে যায়। মেহেরপুরের সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল জানান, আটক ৪ সন্ত্রাসী স্থানীয় পাঞ্জাব বাহিনীর সক্রিয় সদস্য। তাদের গাংনী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি পুলিশের ওসি আখতারুজ্জামান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।