গাইবান্ধায় সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধায় সাংবাদিকদের নিয়ে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা করেছে গাইবান্ধা জেলা হেযবুত তওহীদ। শনিবার বেলা ১১টায় দৈনিক বজ্রশক্তি ও জেটিভি অনলাইনের জেলার সকল প্রতিনিধিদের নিয়ে হেযবুত তওহীদের গাইবান্ধা জেলা আমির মো. তাজুল ইসলামের সভাপতিত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের লক্ষে সকল গণমাধ্যম কর্মীদের নিঃস্বার্থভাবে ভুমিকা রাখার আহবানে বক্তব্য রাখেন দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম। দৈনিক বজ্রশক্তির মিডিয়া কর্মীদের মানবতার কল্যানে শান্তিপূর্ন সমাজ গঠনে কাজ করার আহবান জানান দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি মো. আরিফুল ইসলাম।
উক্ত মতবিনিময়ে নিঃস্বার্থভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ কারার প্রত্যয় ব্যাক্ত করে আরো বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রতিনিধি এটিএম শফিকুল ইসলাম, সাদুল্লাপুর প্রতিনিধি আল মামুন আজমী, গাইবান্ধা পৌর প্রতিনিধি ফরিদুল ইসলাম, ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়নের সন্ত্রাস নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান। মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ প্রতিনিধি বাপ্পী রাম রায়, পলাশবাড়ী ক্রাইম রিপোর্টার মেহেদি হাসান, সাঘাটা প্রতিধি গোলাম মোস্তফা সুমন, গাইবান্ধা সদর প্রতিনিধি আক্তার হোসেন খান ওপেল, সাংবাদিক ও ব্যবসায়ী জুলহাস হোসেন, বাংলাদেশের পত্রের সাংবাদিক উত্তম কুমার ও তুহিনুজ্জামান খন্দকার, সাংবাদিক সোহরাব হোসেন সিরল, মাহবুব প্রধান প্রমুখ।