Connecting You with the Truth

গোপালগঞ্জে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

death picগোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে পৃথক এলাকায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে বুলবুল খান (২৬) ও মো. কুতুব মোল্লা (১৪) নামে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল খান ও একই দিন সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়ায় কুতুব মোল্লার মৃত্যু হয়। বুলবুল মোল্লা শহরের বেদগ্রাম এলাকার আব্দুল মানিক খানের ছেলে। তিনি গোপালগঞ্জ পিডিবি’র কর্মচারী ছিলেন। নিহতের বাবা আব্দুল মানিক খান জানিয়েছেন, ২৭ আগস্ট সকালে গোপালগঞ্জ পাওয়ার হাউজের ভেতরে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন বুলবুল। তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। সম্প্রতি তিনি গোপালগঞ্জ পাওয়ার হাউজে মাস্টার রোলে কাজে যোগদান করেছিলেন। অন্যদিকে, গতকাল সকালে টুঙ্গিপাড়ায় বিদ্যুতের তাড়ে জড়িয়ে মো. কুতুব মোল্লার মৃত্যু হয়। সে ওই উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে একটি গাছের ডাল কাটতে গিয়ে সে বিদ্যুতের সার্ভিস তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Comments
Loading...