Connect with us

জাতীয়

টিকাদানে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ অনুসরণীয়

Published

on

nasim picস্টাফ রিপোর্টার:
বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে শতভাগ সাফল্য অর্জনের জন্য গ্যাভি’কে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। সম্মেলনে মন্ত্রী মোহাম্মদ নাসিম দক্ষিণ এশিয়ায় গ্যাভি’র কর্মকৌশল স¤র্পকিত বৈঠকে তিনি এ আহ্বান জানান। এতে বক্তারা বলেন, এ অঞ্চলে টিকাদান কর্মসূচিতে যে সাফল্য অর্জিত হয়েছে, তা বাকি দেশগুলোর জন্য অনুসরণীয়।
এ সময় মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে বিভিন্ন বাধা অতিক্রম করে বর্তমানে ৮২ শতাংশ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে। যা এক বিরাট সাফল্য। তিনি বলেন, আমাদের এ কর্মসূচির সাফল্যের কারণে সহস্রাব্দের এমডিজি-৪ অর্জন করে যে শিশু মৃত্যু হ্রাসের লক্ষ্য ছিল, সেটিও অর্জিত হয়েছে। বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরস্কার অর্জন করেছে। এছাড়াও ২০০৯ ও ২০১২ সালে ২ বার গ্যাভি পদক পেয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, শিশু ও মাতৃ স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের জনগণের অঙ্গীকার এ সাফল্যের মাধ্যমে অর্জিত হয়েছে। এই খাতে বাংলাদেশ এশিয়ায় চ্যা¤িপয়ন উল্লেখ করে মন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচির গুণগত ও দক্ষতার মান বাড়িয়ে সামনের দিকে যেতে হবে। এর সাথে তিনি আরো দ্রুত এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। ভবিষ্যতে বাংলাদেশসহ এ অঞ্চলে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা বৃদ্ধির জন্য গ্যাভি’র প্রতি আহ্বান জানান তিনি। বৈঠকে গ্যাভি’র কার্যক্রম স¤র্পকে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, গ্যাভি অ্যালায়েন্সের কান্ট্রি প্রোগ্রাম বিভাগের ব্যাবস্থাপনা পরিচালক হিন্ড খতিব ওঠম্যান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *