Connecting You with the Truth

চাঁদপুরে অটোরিকশাচালক দগ্ধ, বরিশালে আহত দুই

ahotoচাঁদপুর প্রতিনিধি:
অবরোধের মধ্যে ডাকা হরতালে চাঁদপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে এক অটোরিকশা চালক দগ্ধ হয়েছেন। এছাড়া লবণবাহী একটি ট্রাকেও পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। এদিকে বরিশালে পণ্যবাহী ট্রাকে ছোড়া পেট্রোল বোমা থেকে বাঁচতে লাফিয়ে পড়ে আহত হয়েছেন চালক ও তার সহকারী। গত কাল ভোররাতে অটোরিকশায় যাত্রী নিয়ে চাঁদপুর সদর থেকে চান্দ্রা যাওয়ার পথে হামলার শিকার হন চালক আনোয়ার হোসেন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার জানান, দুর্বৃত্তরা রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে তার অটোরিকশার পথ আটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। “এ সেময় আমার পরনের কাপড়ের পেছন দিকে আগুন লেগে গেলে প্রাণ বাঁচাতে রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দেই।” অটোরিকশার দুই যাত্রীও পালাতে গিয়ে সামান্য আহত হন। হাসপাতালের চিকিৎক মো. বেলায়েত হোসেন জানিয়েছেন, আনোয়ারের কোমর থেকে পায়ের নীচ পর্যন্ত ঝলসে গেছে। আনোয়র এখন আশঙ্কামুক্ত। তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই চিকিৎসক। চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, অটোরিকশায় আগুন দেওয়ার ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে গত কাল সকালে জেলার বাবুরহাট-মতলব পেন্নাই সড়কে লবণবাহী ট্রাকে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। ওসি আব্দুল কাইয়ুম বলেন, ট্রাকটি চাঁদপুর শহরের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা এটি লক্ষ্য করে ঢিল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালে এক চালক ও তার সহকারী ট্রাক থেকে লাফিয়ে পড়ে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমা থেকে প্রাণ বাঁচিয়েছেন। গত শুক্রবার রাতে কীর্তনখোলা নদীর ওপর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর রূপাতলী প্রান্তে এ ঘটনা ঘটে বলে কোতয়ালী মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন জানিয়েছেন। লাফিযে পড়ে আহত চালক মহিউদ্দিন মিয়া (৪৫) ও তার সহকারী মো. রুবেলকে (২০) শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকটি খুলনা থেকে মুরগির খাবার নিয়ে ভোলা যাচ্ছিল বলে ওসি সাখাওয়াত জানান। তিনি বলেন, “টোল প্লাজা পার হয়ে সেতুতে ওঠার সময় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়লে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। এসময় জীবন বাঁচাতে ট্রাকচালক ও হেলপার রাস্তায় লাফিয়ে পড়ে। পরে ট্রাকটি ট্রাকটি সেতুর পাশে খাদে উল্টে পড়ে।”

Comments
Loading...