Connecting You with the Truth

চীনা ৩ নাগরিককে হত্যা করল আইএসআইএল

07. ISILআন্তর্জাতিক ডেস্ক:

পক্ষ ছাড়ার কারণে চীনের তিন নাগরিককে হত্যা করেছে ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল। কুর্দি একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে চীনের গ্লোবাল টাইমস জানিয়েছে, গত সেপ্টেম্বরের দিকে সিরিয়ায় একজন চীনা নাগরিককে আইএসআইএল আটক করে এবং কথিত বিচারের পর তাকে হত্যা করেছে তারা। আইএসআইএল’র বিষয়ে মোহভঙ্গের পর চীনের ওই নাগরিক পক্ষ ছেড়ে তুরস্কে ফেরার চেষ্টা করলে তাকে চূড়ান্তভাবে হত্যা করা হয়। সচীনের অন্য দুই নাগরিককে গত ডিসেম্বর মাসে ইরাকে গলা কেটে হত্যা করেছে আইএসআইএল সন্ত্রাসীরা। সে সময় তাদের সঙ্গে আরো ছয়টি দেশের ১১ জনকে হত্যা করা হয়। সন্ত্রাসীরা এসব হতভাগ্যের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ এনেছিল। বিভিন্ন সূত্রে জানা গেছে- চীনের প্রায় ৩০০ নাগরিক সিরিয়া ও ইরাকে আইএসআইএল’র পক্ষে লড়াই করছে। এদের বেশিরভাগই সিনজিয়াং প্রদেশে থেকে এসেছে। সিনজিয়াং হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে।

Comments
Loading...