Connect with us

আন্তর্জাতিক

‘ইরানের সামরিক শক্তি মার্কিন স্বার্থের জন্য হুমকি’

Published

on

672ef6b39c077c4229d8c06a95e9bb94_XLআন্তর্জাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক শক্তি মার্কিন স্বার্থের জন্য হুমকি। এ কথা বলেছেন, আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিআইএ’র পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ভিনসেন্ট আর. স্টিওয়ার্ত। তিনি বলেছেন, ইরান তার সামরিক শক্তি বাড়িয়েই চলেছে এবং মধ্যপ্রাচ্যে তা মার্কিন স্বার্থের জন্য দিন দিন হুমকি হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসে শুনানিকালে জেনারেল স্টিওয়ার্ত এসব কথা বলেছেন। তিনি বলেন, বিশ্বে যেসব শক্তি আমেরিকার জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে তার মধ্যে ইরান অন্যতম। এ অবস্থায় আমেরিকা এ মুহূর্তে যেসব জটিল নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করছে এর আগে কখনো তা করে নি বলে জানান মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। কংগ্রেসের আর্মড সার্ভিসেস কমিটিতে শুনানিকালে স্টিওয়ার্ত আরো বলেন, “আমরা আমাদের মূল্যায়ন অব্যাহত রেখেছি এবং মনে করি যে, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপযোগ্য পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান।”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *