দেশজুড়ে
জনগনের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি করতে হবে: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক, রংপুর: রাজনীতি ব্যবসায় পরিনত হয়েছে। দালালীর রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগনের প্রত্যাশা অনুযায়ী রাজনীতি করতে হবে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের রংপুরের পলী নিবাসে জাতীয় পার্টি রংপুর জেলার সদর, মিঠাপুকুর, বদরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রাম জেলা সদর, ফুলবাড়ী, রাজারহাট উপজেলা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টির দিকে দেশের মানুষ আছে। পার্টি এগিয়ে আসছে। জাতীয় পার্টি দেশও জনগনের কাজে নিয়োজিত থাকবে। মানুষ জাতীয় পার্টিকে বিরোধী দল মনে করে না। জন সর্মথন বাড়ছে, ঐক্যবদ্ধ হতে হবে। সঠিক বিরোধী দল হতে হবে। এতে একাত্ততা দরকার, দন্ড সংঘাত এড়িয়ে চলতে হবে। সামনে সম্ভবনা আছে, সংগঠন বাড়াতে হবে, গ্রæপিং করা যাবে না। সমতায় থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি আওয়ামীলীগ বিনাশ করার জন্য কাজ করছে। জামায়াত বিলীন হয়ে গেছে। সঠিক রাজনীতি করলে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। কারন ভাগ বাটোয়ারার রাজনীতি জাতীয় পার্টি করেন না।
জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোফাজ্জল হোসেন।
সভায় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির নেতা এস.এম.ফখরুজ্জামান জাহাঙ্গীর, বদরগঞ্জ উপজেলা জাপা নেতা আসাদুজ্জামান চৌধুরী সাবলু, এ্যাড. মোকাম্মেল হোসেন, রংপুর জেলা জাপানেতা আব্দুর রহিম বাবলু,খোরশেদ আলম, সদর উপজেলা নেতা বলরাম মোহন্ত, মিলন, সুজনসহ রংপুর ও কুড়িগ্রাম জেলা জাপা, জাতীয় যুব সংহতি ও ছাত্র সমাজ ও রংপুর মহানগর কমিটির নেতৃবৃন্দ।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস