Connecting You with the Truth

ঝিনাইদহে নাশকতার অভিযোগে ৭ বিএনপি ও শিবির কর্মী আটক

images (7)মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:  ঝিনাইদহে নাশকতার অভিযোগে ৭ জন বিএনপি-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বুধবার রাত থেকে ভোর পর্যন্ত জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ৫ জন বিএনপি ও ২ জন শিবির কর্মীকে আটক করা হয়।  তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন নাশকতা মুলক কর্মকান্ড করে আসছিল। তাদেরকে থানা হাজতে রাথা হয়েছে।

Comments
Loading...