Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে আট জুয়ারুর জরিমান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আট জুয়ারুকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে নেজারত ডেপুটি কালেক্টরেট ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ জরিমানা করেন।
জুয়ারুরা হলেন- জগদীশ (৩৭), শান্ত রায় (১৬), লাল বর্মন (৩৭), ক্ষিরত রায় (৪২), নিত রায় (৩৪), মলিন চন্দ্র (৩২), হরিমোহন (৩০), অন্য একজনের নাম পাওয়া যায়নি।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, রোববার দুপুর সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে চৌরঙ্গী বাজার এলাকার একটি পরিত্যক্ত চাতালে ৮ জন ব্যক্তি জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নুর আলম ও এসআই আবুল বাশারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ৮ জুয়ারুকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ১৮৬৭ সালের রক্ষীয় প্রকাশ্য জুয়া আইন এর ৪ ধারায় ৮ জুয়ারুর প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করেন।

Comments
Loading...