Connecting You with the Truth

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

ঠাকুরগাঁও: রাণীশংকৈলে নিজের স্ত্রী রোকসানা বেগমকে (৫৫) খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন হাবিবুর রহমান(৫৮) নামের এক ব্যক্তি। বুধবার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, পারিবারিক কিছু ঝামেলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকেই হাবিবুর ও তার স্ত্রীর ঝগড়া চলছিলো। ঘটনার দিন ভোরে রোকসানা ঘুমিয়েছিলো। সেই সাময় একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রোকসানা ঘটনাস্থলে মারা যায়। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সকল বিবরণ দেয় ঘাতক স্বামী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ ইকবাল জানান, হত্যার ঘটনাটি হাবিবুর নিজেই স্বীকার করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments
Loading...