ডিগ্রি ঘুরে যায় ধোনিদের পারফরম্যান্স
স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ড সফরে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর কোচ ডানকান ফ্লেচারের মাথার উপর শাস্ত্রীকে বসিয়ে দেয় বিসিসিআই। শাস্ত্রী জাদুমন্ত্রে ১৮০ ডিগ্রি ঘুরে যায় ধোনিদের পারফরম্যান্স। এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত। ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে রবি শাস্ত্রীকে বছরে দেড় কোটি রুপি এবং আনুষাঙ্গিক সুবিধা দেবে বিসিসিআই। যদিও ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত শাস্ত্রীর চুক্তি নবায়ন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান বোর্ড সচিব সঞ্জয় প্যাটেল। টিভি ধারাভাষ্য ছেড়ে টিম ইন্ডিয়ার ডিরেক্টর পদ নিতে প্রথমে খুব একটা আগ্রহ দেখাননি রবি শাস্ত্রী। শেষ পর্যন্ত বড় অঙ্কের আর্থিক প্যাকেজের পর দায়িত্ব নিতে রাজি হন শাস্ত্রী। কিন্তু, অল্প সময়ের জন্য দায়িত্ব নিতে রাজি ছিলেন না তিনি। অন্তত দু’ বছরের চুক্তি চান শাস্ত্রী। ২০১৫ বিশ্বকাপে কথা মাথায় রেখে তিনি দায়িত্ব নিচ্ছেন বলেও বোর্ডেকে জানিয়েছেন সাবেক এ ভারতীয় এ ক্রিকেটার। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে দলের পারফরম্যান্স পুরো পাল্টে যাবে এমনটা ভাবা ঠিক হবে না।