নীলফামারী

ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

Published

on

নীলফামারী: ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি কুটি পাড়া স্পারের বন্যায় ক্ষতিগ্রস্ত দুইশতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সরকার ফারহানা আখতার সুমি।

তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুর্নবাসন) ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এবং নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী।

সুমী জানান, বন্যায় অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করতে পাড়ায় অনেক ভালো লাগছে। তিনি ব্যাক্তিগত উদ্যোগে এলাকার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরন করেন।

সুমী নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির বাসিন্দা ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৬ নম্বর সেক্টরের যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীর মেয়ে।

নুরনবী ইসলাম মানিক/বিডিপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version