Connecting You with the Truth

ঢাকাই ছবির নতুন জুটি

01_Milon-Mimবিনোদন ডেস্ক:
দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘সম্পূর্ণ রঙিন’ চলচ্চিত্রে জুটিবদ্ধ হলেন আনিসুর রহমান মিলন ও বিদ্যা সিনহা মীম। এই প্রথম একসঙ্গে রূপালি পর্দায় হাজির হচ্ছেন তারা। অতীতে মিলন-মীম জুটিকে ছোট পর্দায় নাটক কিংবা টেলিফিল্মে দেখা গেছে, কিন্তু বড় পর্দায় সম্পূর্ণ নতুন এ জুটি।
সম্প্রতি তারা ‘সম্পূর্ণ রঙিন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিতে সিনেমা হলের টিকেট ব্ল্যাকারের চরিত্রে দেখা যাবে মিলনকে। আর তার প্রেমিকা মীম একজন এক্সট্রা ডান্সার। সিনেমাকে ঘিরে এই দুই প্রেমীর সংগ্রামের ধূসর বাস্তবতাকে উপজীব্য করেই চলচ্চিত্র ‘সম্পূর্ণ রঙিন’। ‘সম্পূর্ণ রঙিন’ ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার এন কে সলিল। আগামী মে মাস থেকে ঢাকা এবং আশে পাশের শহরে শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন মিলন। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘ছবিটি ভিন্নমাত্রার। চলচ্চিত্রের মানুষ নিয়ে নির্মিত চলচ্চিত্র। বাংলাদেশেই শ্যুটিং হবে ছবিটির। হয়তো গানের জন্য দেশের বাইরে যেতে হতে পারে।’ মীমের সঙ্গে জুটিবদ্ধ হয়ে এই প্রথম চলচ্চিত্রে অভিনয় করছেন মিলন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মীমের সঙ্গে নাটকে কাজ করেছি। চলচ্চিত্রেও ভালো কাজ করছে মীম। আমার মনে হয় আমাদের জুটি সবাই পছন্দ করবে।’ ‘সম্পূর্ণ রঙিন’ ছাড়াও অনন্য মামুনের ‘ভালোবাসার গল্প’, সায়মন তারেকের ‘ক্রাইম রোড’ ও রাশিদ পলাশের ‘নাইওর’ ছবিতে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেতা আনিসুর রহমার মিলন। চলচ্চিত্রের পাশাপাশি শিডিউল মেলাচ্ছেন ‘অলসপুর’, ‘ঘোমটা’ ও ‘জীবনের অলি গলি’ ধারাবাহিক নাটকে। ব্যস্ত এ সময়ে খণ্ড নাটকে প্রায় অনুপস্থিত তিনি। তিনি বলেন, ‘আসলে চলচ্চিত্র আর ধারাবাহিক নাটকে সময় দিয়ে খণ্ড নাটক করা কঠিন হয়ে যায়। বর্তমানে নির্মাতা সকাল আহমেদের সঙ্গে একটি নাটক নিয়ে কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এ মাসেই নাটকটির শ্যুটিং করবো।’ নাদের চৌধুরী ও সাইদুর রহমান মানিকের একটি করে আরও দুই ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেন মিলন। ছবিগুলোর নাম এখনো ঠিক হয়নি। মিলন এখন কাজ করছেন সাইফ চন্দনের টার্গেট ও হাবিবুল ইসলাম হাবিবের রাত্রীর যাত্রী ছবিতে।

Comments
Loading...