Connecting You with the Truth

তালিকার শীর্ষে ফেদেরার, চারে শারাপোভা

s-5
স্পোর্টস ডেস্ক:সুইস টেনিস তারকা রজার ফেদেরার খেলোয়াড় হিসেবে সবোর্চ্চ আয়ের দিক থেকে আছেন তালিকার শীর্ষে। জনপ্রিয় ফোবস ম্যাগাজিন এ তথ্য দিয়েছে। ৩৩ বছর বয়সী এ কিংবদন্তী ২০১৩ সালের জুনের পর থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত তিনি আয় করেছেন প্রায় ৫৬.২ মিলিয়ন ডলার (৪২.৬ মিলিয়ন ইউরো)। রোলেক্স এবং নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ ফেদেরার তাদের কাছ থেকে আয় করেছেন ৪০ মিলিয়ন ডলার (৩০ মিলিয়ন ইউরো)। ফোবস ম্যাগাজিনের প্রকাশিত এ তালিকায় দুই নম্বরে আছেন আরেক টেনিস তারকা রাফায়েন নাদাল। স্প্যানিয়ার্ড এ টেনিস তারকার আয় ৪৪.৫ মিলিয়ন পাউন্ড। স্পন্সর প্রতিষ্ঠান থেকেই তিনি আয় করেন ৩০ মিলিয়ন পাউন্ড। আর তৃতীয় স্থানে রয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। জোকোভিচের আয় ৩৩.১ মিলিয়ন পাউন্ড। তালিকায় চতুর্থ স্থানে আছেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। শারাপোভার আয় ২৪.৪ মিলিয়ন পাউন্ড। নারীদের মধ্যে তার আয় সবচেয়ে বেশি।

Comments
Loading...