এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তেল ইস্যুটি বাজারের সরবরাহ ও চাহিদার ওপরে নির্ভর করবে। সৌদি আরব তেলের বাজারে তার হিস্যা সুরক্ষিত রাখবে এবং আমরা তাই বলেছি।’
সৌদি আরব ও অন্যান্য ওপেক উৎপাদকরা তেল উৎপাদনের প্রস্তাবটিতে সম্মত হয়নি। বিশেষত মার্কিন তেল কোম্পানি শেলকে তেলের বাজার থেকে বের করে দিতেই এই প্রস্তাব দেয়া হয়।
২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে এপর্যন্ত তেলের দাম ৭০ শতাংশ পর্যন্ত নেমে যায়। সৌদি আরব ও রাশিয়া বলেছে, তারা তেল উত্তোলন কমাবে যদি অপরাপর উত্তোলকরাও একই পদক্ষেপ নেয়। এএফপি।