Connecting You with the Truth

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন নিউ ইয়র্কের স্পিকার

image_114866_0আন্তর্জাতিক ডেস্ক:

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাসেম্বলির স্পিকার এবং ডেমোক্রাট ককাসের শক্তিশালী নেতা শেলডন সিলভার। বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস। পূর্ব ম্যানহাটন থেকে নির্বাচিত ডেমোক্র্যাট দলের সদস্য শেলডন সিলভার দুই দশক ধরে স্পিকারের দায়িত্ব পালন করছেন। প্রভাবশালী এই স্পিকারকে কোনো বিষয়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে তা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, নিউইয়র্কের আবাসন খাতে কর কমানোর জন্য গোল্ডম্যান অ্যান্ড ইরিয়ামি নামে একটি ছোট আইন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়েছিলেন শেলডন।

Comments
Loading...