নতুন গান নিয়ে শুভ্রদেব
বিনোদন ডেস্ক:
গত মাসেই প্রকাশ হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেবের নতুন একক অ্যালবাম ‘জলছবি’। প্রায় তিন বছরের ব্যবধানে লেজারভিশনের ব্যানারে এ অ্যালবামটি একটি বড় আয়োজনের লঞ্চিং অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন পঙ্কজ, জেকে ও কলকাতার রকেট মল্ল। এরই মধ্যে অ্যালবামের গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। এ অ্যালবাম থেকে দু-একটি গানের মিউজিক ভিডিও সামনে প্রকাশ হবে বলেও জানিয়েছেন তিনি। কয়েক দিনের মধ্যেই এর কাজ শুরু হবে। তবে ‘জলছবি’র পর এখন আবারও নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন শুভ্রদেব। এবার পুরোনো গান নিয়ে ব্যস্ত তিনি। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন শুভ্রদেব। এখনও নিয়মিত অ্যালবাম-স্টেজ ও টিভি লাইভে গান করে চলেছেন। তবে এবার পুরোনো গানগুলো তরুণ প্রজন্মের হাতে তুলে দেয়ার উদ্দেশ্যে কাজ করছেন তিনি। নিজের আগের অ্যালবামের জনপ্রিয় গানগুলো নিয়ে অ্যালবাম করতে যাচ্ছেন। প্রায় দুই ডজন গান নতুন করে সংগীতায়োজনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এই গানগুলো ডাবল অ্যালবামের মাধ্যমে প্রকাশ করা হবে। এরই মধ্যে কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছেন। তবে গান বাছাই করতে গিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন এ সংগীত তারকা। কারণ, অনেক জনপ্রিয় গান থেকে দুই ডজন গান বাছাই করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। তবে নিজের, শ্রোতাদের ও কাছের মানুষদের পছন্দের ওপর নির্ভর করেই গানগুলো বাছাই করেছেন। এ অ্যালবামটি চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে শুভ্রদেব বলেন, এ অ্যালবামটির কারণে কিশোর কুমারের গান নিয়ে অ্যালবামের কাজ পিছিয়ে দিয়েছি। কারণ, পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে ও মোড়কে তুলে দেয়ার অনুরোধ শ্রোতাদের কাছ থেকে অনেক আগে থেকেই ছিল। এবার সময় সুযোগ মিলে যাওয়ায় কাজটা টানা করে ফেলছি। আমি চেয়েছিলাম বছরের শুরুতেই এটি প্রকাশ করতে। কিন্তু ‘জলছবি’ প্রকাশের মাত্রই কিছুদিন হয়েছে। তাছাড়া রাজনীতিক পরিস্থিতিও ভালো না। সব মিলিয়ে অ্যালবামটি বছরের মাঝামাঝি সময়ে প্রকাশ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।