Connect with us

বিনোদন

‘মেসেঞ্জার অফ গড’ পাঞ্জাব শহরে নিষিদ্ধ

Published

on

বিনোদন ডেস্ক:07-MSG

বিতর্কিত ছবি ‘মেসেঞ্জর অফ গড’ এর উপর নিষেধাজ্ঞা জারি করল পাঞ্জাব সরকার। এই শহরের আর কোনো হলে দেখানো হবে না ডেরা সাচা সৌদা’র (ডিএসএস) প্রধান গুরমিত রাম রহিম সিং অভিনীত এই সিনেমাটি। ছবিতে গুরমিত রাম রহিম সিংয়ের উপস্থিতিই কাল হলো। কারণ রাম রহিমের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগও আছে। আর এই সিনেমায় তার চরিত্রকে গেস্নারিফাই করে দেখানো হয়েছে। আর তাতেই ক্ষুব্ধ বর্তমানে পাঞ্জাবের ক্ষমতায় থাকা শিরোমণি অকালি দল। এ ছাড়া শিখ সম্প্রদায়ের আধ্যাত্মিক শীর্ষ স্থানীয় ‘অকাল তখত’ও চটে আছে গুরুমিত সিংয়ের ওপর। তাই এই ছবি পাঞ্জাবে মুক্তি পেলে শিখ সম্প্রদায় এবং ডিএসএস এর ঝামেলায় ফের অশান্ত হয়ে উঠতে পারে সারা দেশ। সেই কারণে পাঞ্জাব সরকার এই শহরে ‘মেসেঞ্জার অফ গড’ এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে পাঞ্জাব প্রশাসন সূত্রে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে পাঞ্জাব সরকারের মুখমন্ত্রীর উপদেষ্টা হরচরণ বনস কলকাতা২৪কে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের তরফে এক নির্দেশনামা আছে যাতে বলা হয়েছে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করা যাবে না। এই সিনেমাটি এই প্রদেশে মুক্তি পেলে অশান্ত হয়ে উঠার সম্ভাবনা রয়েছে। তাই আপাতত পাঞ্জাব সরকার এই ছবির মুক্তির উপর নিষেধাজ্ঞা জারি করল।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *