নতুন মৌসুমে বেলের প্রত্যাশা ইতিহাস সৃষ্টির
স্পোর্টস ডেস্ক:
ওয়েলসের তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল মনে করেন, নতুন মৌসুমে এবার তাদের ক্লাব ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখতেও প্রত্যয়ী বেল। গত মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদকে অতিরিক্ত সময়ের খেলায় ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দশম শিরোপা জিতেছিল রিয়াল। এ মৌসুমে সফল হতে তাই বাড়তি পরিশ্রম করে যাচ্ছে কার্লোস আনচেলত্তির দল। এক সংবাদ সম্মেলনে বেল বলেন, ‘দশম শিরোপা জয়ে আমরা সকলে বেশ আনন্দিত হয়েছিলাম। গত মৌসুমের ইউরোপিয়ান কাপের ফাইনালে আমার গোলটি ছিল স্বপ্ন পূরণের মতো। সেটি ছিল আমাদের শ্রেষ্ঠ সময়।’ ২৫ বছর বয়সী টটেনহামের সাবেক এ ফুটবলার আরো বলেন, ‘আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। আমরা আবারো শিরোপা জয়ের চেষ্টা করব। পূণরায় চ্যাম্পিয়ন্স লিগ জিতে আমরা ইতিহাস তৈরি করতে চাই।’ তবে, শিরোপা জয় করতে চাপ থাকবে রিয়ালের উপর এমনটি মনে করেন তিনি। রিয়ালের হয়ে ২৮ ম্যাচ খেলা বেল বলেন, ‘আমরা জানি শিরোপা জিততে আমাদের উপর চাপ থাকবে। তারপরও আমরা বেশি বেশি শিরোপা জিততে চাই।’ বেলের রিয়াল এ মৌসুমের শুরুতে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইউরোপিয়ান সুপার কাপে। তবে, দুই লেগ মিলিয়ে স্প্যানিস সুপার কোপায় ২-১ এ হেরে বসেছে অ্যাতলেতিকোর বিপক্ষে।