দেশজুড়ে
নদী ভাঙ্গন ও সুবিধা বঞ্চিত নড়াইল মুলিয়া স্কুল, পরিষদ ভবন, বাজার হুমকির মুখে
উজ্জ্বল রায়, নড়াইল:
নড়াইল সদরের মুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন, স্কুল ও বাজার হুমখির মুখে। রয়েছে হাজারো সমস্যায় নিপতিত এলাকাটি। এ সকল সমস্যা সমাধানের জন্য এলাকার শিক্ষার্থী অভিভাবক ও সচেতন মহল আশু হস্তক্ষেপ কামনা করেছে। নড়াইল শহরতলী সংলগ্ন মুলিয়া ইউনিয়ন, ভৌগলিক দিকথেকে এ ইউনিয়নের গুরুত্ব অপরিসিম। স্বর্নের নিখুত ও বিশ্বস্ত কাজের সুনাম থাকায় বহু অন্চল থেকে ছুটে আসে এখানে। প্রতিদিন ২বেলা বাজার বসে, রয়েছে ৪টি বড় চিংড়ি মাছের পাইকারি ডিপো এ সকল কারনে নড়াইল শহরসহ বিভিন্ন এলাকার মানুষ টাটকা মাছ শাকসব্জি কিনতে আসে। বাজার খেয়াঘাটে কোন সৈাচাগার নেই, এ কারনে ব্যাবসায়ি ও আগত ক্রেতা বিক্রেতা পথ চারি যাত্রীদের বিশেষ করে মহিলাদের পড়তে হয় বিড়ম্বনায়। বাজারের কোন চান্দিনা ড্রেনেজ ব্যাবস্থা নেই এ কারনে সব সময় স্যাতসেতে ও দুর্গন্ধময় অবস্থা বিরাজ করে। ইউনিয়ন কাউন্সিল ভবন প্রায় ৩ফুট মাটির নিচে বাজারে ড্রেনেজ ব্যাবস্থা না থাবার কারনে বাজারের সকল জল কাউন্সিলের ফ্লেরে গিয়ে জমে । সুসকো মৌসুমেও জল সেচতে হয় কাউন্সিল ভবন থেকে। ভবনের আসবাব পএ মালামাল নষ্ট হয়ে কার্যাক্রম বিঘনিত হচ্ছে। এ কারনে এলাকায় প্রচলিত কথা যা প্রবাদে পরিনত হয়েছে “চেয়ারম্যান জল খ্যাচে তারপর কাউন্সিলে বসে ”? বর্ষাকালে কাউন্সিল ভবন বাজার স্কুল মাঠ ও এর পার্শবর্তি এলাকায় হাটু পানি থাকে। মুলিয়া খেয়াঘাটের মুলিয়া বাজার কাজলা নদী পাড়ের প্রায় আধা কিলো মিটার এলাকা জুড়ে নদী ভাঙ্গনে স্কুল বাজারসহ অন্যান স্থাপনা অত্যান্ত ঝুকিরমুখে রয়েছে বলে এলাকার সমাজ কর্মি সমির দা এ প্রতিনিধীকে জানান।। এ সকল স্থাপনা রক্ষা, বাজার খেয়াঘাটে ব্রিজ নির্মানে পানি উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ ও স্থানিয় সরকার মন্ত্রালয়ের নিকট দ্রুত সমস্যা সমাধানের জন্য এলাকার শিক্ষার্থী অভিভাবক ও সচেতন মহল আশু হস্তক্ষেপ কামনা করেছে।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস