নরসিংদীতে বিদ্যুৎ সংযোগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র
নিজস্ব প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিদ্যুতের নামে একটি চক্র সাধারণ খেটে খাওয়া মানুষের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এলাকাবাসি জানায়, চক্রটি লাইন সংযোগ বাবদ প্রতি গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা নিচ্ছে এবং মন্ত্রি-এমপিদের আপ্যায়নের কথা বলে প্রত্যেকের কাছ থেকে এক হাজার করে পাচঁশত গ্রাহকের কাছ থেকে প্রায় ৩০,০০,০০০ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে জানা যায়, অফিসে প্রতি মিটার বাবদ ৬০০ (ছয়শত) টাকা জমা হয়েছে। ভুক্তভোগীরা জানান, তারা সংযোগও পাচ্ছে না তাদের দেওয়া টাকাও ফিরে পাচ্ছে না, টাকা ফেরত চাইলে বিভিন্ন হুমকি দিচ্ছে চক্রটি। ভুক্তভোগীরা এই কাজের মূল হোতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের