নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১০
নাইজেরিয়ার বর্নো প্রদেশে ক্যামেরুনের সীমান্তবর্তী একটি শহরে বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্রে এ খবর জানা গেছে। বুধবার বর্নো প্রদেশের গামবুরি শহরে এই হামলা চালানো হয়। পার্শ্ববর্তী রাষ্ট্র চাদের সেনাদের সহায়তায় তিন সপ্তাহ আগে এই শহর থেকে বোকো হারাম জঙ্গিদের হটিয়ে দেয়া হয়েছিল। বোকো হারাম জঙ্গিদের হামলার পর ক্যামেরুনের সেনারা পাল্টা হামলা চালায়। মোহাম্মেদ গাজি নামে স্থানীয় একজন অধিবাসী বলেন, গামবুরির কাছাকাছি এলাকায় ফোয়ি ও নাগালা সম্প্রদায়ের ওপর এই হামলা চালানোর খবর পাওয়া গেছে। তিনি বলেন, ক্যামেরুনের সেনাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিশ্চিতভাবেই আরো মানুষ হতাহত হয়েছেন। মার্চের ২৮ তারিখ নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বেহাত হওয়া অধিকাংশ এলাকা থেকে জঙ্গিদের বিতাড়িত করার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। বোকো হারাম জঙ্গিরা নাইজেরিয়ায় ইসলামি শাসন চালুর লক্ষ্যে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে।