নিউ ইয়র্কে ভবনে আগুন, আহত ১৯
নিউ ইয়র্কে এক বিস্ফোরণে দুটি ভবনে আগুন লাগার ঘটনায় অন্ততপক্ষে ১৯ ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। বিস্ফোরণের ফলে লেগে যাওয়া আগুন আরো চারটি ভবনে ছড়িয়ে পড়ায় সেটি নিয়ন্ত্রণে ২ শতাধিক দমকলকর্মী নিয়োজিত হয়। মেয়র বিল দে ব্লাসিও বলেন, কেউ নিখোঁজ হয়নি। কিন্তু পরিস্থিতি খুবই শোচনীয় ছিল। কর্মকর্তারা বলছেন, তাদের ধারণা ভবনের গ্যাস ব্যবস্থা থেকে বিস্ফোরণের সূত্রপাত। যে ভবনটিতে বিস্ফোরণ ঘটে সেখানে সুশি নামে একটি রেস্টুরেন্ট ছিল। আর বিস্ফোরণের পরই আগুন দ্রুত পার্শ্ববর্তী ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ও ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার কাছে ইস্ট সেভেনথ স্ট্রিটের সেকেন্ড অ্যাভিনিউয়ে ভবনগুলোর অবস্থান। ২৮ বছর বয়সী বেন ম্যাককিনন বলেন, তিনি একটি ক্যাফেতে কফি পান করছিলেন। এমন সময় তিনি রাস্তার ওপার থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান। তিনি আরো বলেন, “বিস্ফোরণটি যথেষ্ঠ বড় ধরনের ছিল। ওই ঘটনায় ক্যাফের দরজা উড়ে যায়।” বেশ কয়েকজন মানুষ রক্তাক্ত অবস্থায় সুশি রেস্টুরেন্ট থেকে দ্রুত বেরিয়ে আসাও তিনি দেখতে পেয়েছেন বলে জানান। কর্মকর্তারা এলাকার বাতাসের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তারা স্থানীয় অধিবাসীদের তাদের বাড়িঘরের জানালা বন্ধ রাখার জন্যে বলেছেন।