Connecting You with the Truth

নিজের জাত চিনিয়েছেন তাইজুল

s-5
স্পোর্টস ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিয়ে “ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্য ম্যাচ” নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের তাইজুল ইসলাম। ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিমের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি। অভিষেক টেস্টেই নিজের জাত চিনিয়েছেন তাইজুল। সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা যখন বাংলাদেশের বোলারদের বেধড়ক পেটাচ্ছিলেন তখন ব্যতিক্রম তাইজুল। তৃতীয় দিনে ৭ উইকেটে ৪৮৪ রান করে ইনিংস ঘোষণা করে ক্যারিবিয়রা। স্বাগতিকদের ৭ উইকেটের মধ্যে ৫টি উইকেটই নিজের ঝুলিতে পুরেছেন বাংলাদেশের এই বাহাতি স্পিনার। ৪৭ ওভার বল করে খরচ করেছেন ১৩৫ রান। এর মধ্যে ৯টি মেডেন ওভার রয়েছে। ইকোনোমি রেট ২.৮৭। যা তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ছুয়েছেন একটি মাইলফলক। অভিষেক টেস্টে ৫ উইকেট দখল করা বাংলাদেশি বোলারদের তালিকায় নিজের নামটিও যুক্ত করে নিয়েছেন তাইজুল। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, মানজারুল ইসলাম রানা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইলিয়াস সানি ও সোহাগ গাজী। তাইজুলের অভিষেক ম্যাচে ৫ উইকেট অবশ্য ভেস্তে গেছে। দল হেরেছে ১০ উইকেটে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং দৈন্যতা ছিল চোখে পড়ার মতো। তাই দ্বিতীয় ইনিংসে তাইজুলের বোলিং পরীক্ষা আর হলো না। ১ ওভার বল করার সুযোগ পান তিনি। ৪ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তাইজুল। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেট সিরিজের কো-স্পন্সর দেশীয় স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী র্ব্যান্ড ওয়ালটন। এই সিরিজের ছয়টি ম্যাচের (৩টি ওয়ানডে, ২টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি) সেরা খেলোয়াড়কে নির্বাচিত করা হবে ‘ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে। পুরস্কার হিসেবে নির্বাচিত খেলোয়াড় ওয়ালটনের পক্ষ থেকে পাচ্ছেন একটি স্মার্টফোন ও ৩০০ ডলার।


Comments
Loading...