Connect with us

খেলাধুলা

মুশফিকদের ইচ্ছা আরো বেশি টেস্ট খেলা

Published

on


স্পোর্টস ডেস্ক:
কিংস্টন টেস্টে আবারো ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের দৃঢ়তায় খেলা শেষ দিনে গড়ালেও দশ উইকেটের সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে বাংলাদেশের অর্জন বলতে ইনিংস ব্যবধানে না হারা, অভিষেকে তাইজুল ইসলামের পাঁচ উইকেট ও অধিনায়ক মুশফিকুর রহিমের শতক। এছাড়া পুরো ম্যাচেই হতাশায় কেটেছে সফরকারীদের। নতুন কোচ হাতুড়াসিংহে ব্যাটসম্যানদের উপরই বেশি জোর দিয়েছিলেন। তাই মাত্র তিনজন বোলারের সঙ্গে নিয়েছিলেন আটজন ব্যাটসম্যান। তবে এত ব্যাটসম্যান থাকার পরেও টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুশফিক। তার সিদ্ধান্তকে ভুল প্রমান করে রানের পাহাড় গড়ে ক্যারিবিয়রা। শক্তিশালী ব্যাটিং লাইনআপের পরও যখন প্রথম ইনিংসে মাত্র ১৮২ রানে অল আউট হয় টাইগাররা তখন হতাশায় ডোবায় সমর্থকদের। এদিকে দলনেতা মুশফিক জানালেন অন্যরকম ভাবে। তার মতে, দীর্ঘ সময় পর টেস্টে খেলাটা দলের জন্য কষ্টকর। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে ছয় মাস পরে ব্যাটিং করাটা খুব একটা সহজ না। আমি বলবো এই কারণে দলের ব্যাটসম্যানরা চায় দ্রুত রান নিতে। সত্যি কথা বলতে উইকেটটি ছিল সম্পূর্ণ ব্যাটিং বান্ধব। আমাদের ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে বাজে খেলেছে। ফলাফল অন্যরকম হতে পারতো যদি আমরা ব্যাটিংয়ে আরেকটু যতœবান হতাম।’ এদিকে মুশফিকের কন্ঠে সাকিব আল-হাসানের অনুপস্থিতিও উঠে এসেছে। তার মতে সাকিব থাকলে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভারসম্যতা থাকতো। সাকিবের জায়গায় অতিরিক্ত একজন ব্যাটসম্যান এবং অতিরিক্ত একজন বোলারকে খেলাতে হয়। আর প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও ব্যাটসম্যানদের উপর ভরসা রেখে জয় না চাইলেও ড্র করতে চান দলনেতা মুশফিক।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *