Connecting You with the Truth

নীলফামারীতে ভ্রাম্মমান আদালতে ৬জনের কারাদন্ড ও ২ জনের ২’শ টাকা জরিমানা

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জেলার কিশোরগঞ্জ থানা পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর,চাঁদখানা ও নিতাই ইউনিয়ন থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারুকে গ্রেফতার করে। পরে ভ্রাম্মামান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ ৬ জুয়ারুর কারাদন্ড ও ২জুয়ারুর ১’শত টাকা করে জরিমানা করে ।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর শাহজাহান আলীর নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে ৮ জুয়ারু আটক করে। আটককৃত জুয়ারুরা হলেন কিশোরগঞ্জ সদরের গড়ের পাড় গ্রামের মৃত অবিল উদ্দিনের পুত্র আসাদুজ্জামান(৩০),দক্ষিণ রাজিব গ্রামের মাহুবর রহমানের পুত্র মোর্শেদুল ইসলাম(২৮),মধ্য রাজিব গ্রামের মোকসেদ আলীর পুত্র আইজুল ইসলাম(২২),গদা গ্রামের শাহাব উদ্দিনের পুত্র সোহেল ইসলাম(২৮) প্রত্যেককে ২ দিনের করে, চাঁদখানা বোর্ডপাড়া গ্রামের মছো মাহমুদের পুত্র খালেকুজ্জামান ডিমবাবু(৩০) কে ৬মাসের,একই ইউনিয়নের সরঞ্জাবাড়ী গ্রামের আব্দুল মান্নানের পুত্র লাল মিয়া(২৮) কে ৭দিনের কারাদন্ড ও নিতাই পানিয়াল পুকুর গ্রামের পেটলু মামুদের পুত্র জাবেদ আলী(৪০),একই গ্রামের আজিজার রহমানের পুত্র আতাউর রহমান(৪৫)এর ১’শ টাকা করে জরিমানা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ভ্রাম্যমান আদতালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Loading...