Connect with us

জাতীয়

মূখ্যমন্ত্রী মমতার সাথে বাংলাদেশের চেম্বার অফ কর্মাসের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবুর ফলপ্রসূফ বৈঠক অনুষ্ঠিত

Published

on

lalmonirhat news & photoএম এ হান্নান, লালমনিরহাট প্রতিনিধি:
উত্তরবঙ্গের মূখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট চেম্বার অফ কর্মাসের সভাপতির শেখ আব্দুল হামিদ বাবুর ফলপ্রসূফ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী প্রতিবেশীর দেশ নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা সমস্যা সমাধানে যৌথ কমিটির গড়ার প্রস্তাব এলো উত্তরবঙ্গ সম্মেলনে। শিল্প গড়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাব এলো অংশিদারীত্ব শিল্পের। পাশাপাশি ভিসা সমস্যা মেটাতে সেখানকার বণিকমহল মাল্টিপল ভিসা চালুর দাবীও জানালেন। সোমবার উত্তর কন্যায় মূখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের উপস্তিতিতে শিল্প সম্মেলন শুরুর আগে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সচিবের উপস্থিতিতে সার্ক অন্তর্ভুক্ত নেপাল, বাংলাদেশ ও ভুট্রানের চেম্বার অফ কর্মাসের প্রতিনিধিদের সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠক হয়। এই বৈঠকে উত্ত বঙ্গের জেলা গুলির চেম্বার অফ কর্মাসের প্রতিনিধিরা উপস্তিত ছিলেন। বৈঠকের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরকারের কাছে ভারতের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে বেশ কিছু প্রস্তাব দেন। বাংলাদেশের প্রতিনিধিরা এদিন তাদের দেশের সঙ্গে ভিসা সমস্যা মেটাতে ৫বছরের জন্য মাল্টিপল ভিসা চালুর প্রস্তাব দেন রাজ্য সরকারের কাছে। বাংলাদেশের লালমনিরহাট চেম্বার অব কর্মাসের সভাপতির শেখ আব্দুল হামিদ বাবু বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের যেসব সমস্যা মেটানো যায় তার জন্য নেপাল, ভুটান, বাংলাদেশসহ উত্তর বঙ্গের ৭ জেলার চেম্বার অফ কর্মাসের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা যায় কি না তা দেখা উচিত। বাংলাদেশের এই প্রস্তবে সায় দেন অন্যান্য দেশের চেম্বাব অফ কর্মাসসহ উত্তরবঙ্গের জেলাগুলির প্রতিনিধিরা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *