Connecting You with the Truth

নীলফামারী সৈয়দপুরে ভেজাল লাচ্ছা ধ্বংস ও ফেনসিডিল উদ্ধার

মাহাবুবউল হাসান, সৈয়দপুর :  

নীলফামারীর সৈয়দপুরের দিনাজপুর সড়কে অবস্থিত ডায়মন্ড লাচ্ছা ফ্যাক্টরীতে বুধবার বিকেল ৪টায় (১ জুলাই) ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান লাচ্ছা তৈরির উপকরণ ধ্বংস করে ফেলা হয়। এসময় র‌্যাব-১৩ সিবিসি-২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন সাথে ছিলেন।

সৈয়দপুরে ভেজাল লাচ্ছা তৈরির মহোৎসব এরকম সংবাদ পেয়ে শহরের দিনাজপুর সড়কে অবস্থিত ডায়মন্ড লাচ্ছা ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি ও নিুমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মালামাল ধ্বংস করে ফেলা হয়।

পরে একই সড়কের সোনালী কনফেকশনারীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ন খাবার মেলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে সকালে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেনসিডিলসহ সাবিয়া খাতুন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযান চলমান তা আব্যাহত থাকবে।

Comments
Loading...