পঞ্চগড় বোদায় দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বোদায় দুঃস্থ অসহায় দরিদ্র পীড়িত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মাঝে বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন অনুভব সংস্থা। গত শনিবার বিকেলে অনুভব কার্যালয়ে শীতবন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবন্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল। অনুভব সংস্থার সভাপতি ও বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম লিটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি। স্বাগত বক্তব্য রাখেন অনুভব সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আমির হোসেন বাবু। এ সময় ২৫০ টি শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।