Connecting You with the Truth

পতাকা বৈঠকে যাওয়ার পথে পাকসেনা নিহতের দাবি: ২৪ ঘণ্টায় নিহত ৫

pakistan-violates-ceasefireআন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান ভারত সীমান্তে গত ২৪ ঘন্টায় গুলি বিনিময়ের ঘটনায় চার পাকিস্তানি এবং এক ভারতীয় সেনা নিহত হয়েছে। পতাকা বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে দুই পাকিস্তানি নিহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ। এদিকে, নতুন বছরের প্রথম দিনেও পাকিস্তানের শাকেরগাড়া সেক্টরের নারওয়াল জেলায় দু’দেশের মধ্যে গুলি বিনিময় হয়েছে। বুধবারের শেষ বেলা থেকে এ গুলি বিনিময় শুরু হয়ে বৃহস্পতিবার খুব সকাল পর্যন্ত তা চলেছে। এছাড়া, গোলযোগপূর্ণ জম্মু-কাশ্মির সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বা বিএসএফ’এর এক সেনা নিহত হওয়াকে কেন্দ্র করে পাল্টা গুলিতে বুধবার চার পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বিএসএফ’এর জম্মু কাশ্মিরের মহাপরিচালক রাকেশ শর্মা বলেন, ভারতীয় বাহিনী কার্যকর ভাবে প্রতিশোধ নিযেছে এবং চার পাকিস্তান নিহত হয়েছে।

এদিকে, পাকিস্তান দাবি করেছে, ভারতীয় পক্ষের আহ্বানে সাড়া দিয়ে পতাকা বৈঠকে যাওয়ার পথে পাকিস্তানের এক নায়েক এবং ল্যান্স নায়েক নিহত হয়। এ ঘটনার প্রতিবাদ জানানোর জন্য ভারতীয় উপ হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। ভারতীয় কূটনীতিবিদের কাছে দেয়া প্রতিবাদ পত্রে এ ঘটনার তদন্ত এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছে পাকিস্তান। এ ছাড়া, নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত কাশ্মির সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান হয়েছে।

Comments
Loading...