Connect with us

জাতীয়

গত বছরে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৭ শতাংশ

Published

on

living-costsস্টাফ রিপোর্টার:
বেসরকারি সংস্থা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, ২০১৪ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে প্রায় ৭ শতাংশ। ১১৪টি খাদ্যপণ্য, ২২টি নিত্যব্যবহার্য সামগ্রী ও ১৪টি সেবা খাতের ওপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে। ঢাকা শহরের ১৫টি বাজার ও বিভিন্ন সেবা-খাতের মূল্য নিয়ে এ জরিপ চালায় সংস্থাটি।
ক্যাবের এক বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুযায়ী, এক বছরে পণ্য ও সেবা খাতে ব্যয় বেড়েছে ৬ দশমিক ৩১ শতাংশ। বাড়িভাড়া বেড়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। সর্বোপরি ২০১৪ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৮২ শতাংশ। যেখানে ২০১৩ সাল জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ১১ শতাংশ। ক্যাবের তথ্য অনুযায়ী, এক বছরে চালের দাম বেড়েছে ৭ দশমিক ৪৫ শতাংশ, শাকসবজির ৩ দশমিক ২৫ শতাংশ, মুরগির ৬ দশমিক ০৫ শতাংশ, গুঁড়ো দুধের ১০ দশমিক ১৮ শতাংশ, তরল দুধের ৫ দশমিক ৭১ শতাংশ, মাছের ৩ দশমিক ৬০ শতাংশ, সাবানের ৩ শতাংশ, পান-সুপারির ৩ দশমিক ০১ শতাংশ এবং ডালের ১১ দশমিক ৪৪ শতাংশ। এই এক বছরে সবচেয়ে বেশি বেড়েছে আদা ও ধনিয়ার মূল্য। আমদানিকৃত আদার দাম বেড়েছে ৫৩ দশমিক ৪০ শতাংশ ও দেশি আদায় বেড়েছে ৩৪ দশমিক ৭৫ শতাংশ। ২০১৪ সালে বিদ্যুতের দাম বেড়েছে ৫ দশমিক ৯৭ শতাংশ এবং ওয়াসার পানির দাম বেড়েছে ৫ দশমিক ০৪ শতাংশ। তবে পাইপলাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। এক বছরে দেশি থান কাপড়ে দাম বেড়েছে ৪ দশমিক ৯৬ শতাংশ, শাড়িতে বেড়েছে ৩ দশমিক ৮৪ শতাংশ এবং গেঞ্জি, তোয়ালে ও গামছায় বেড়েছে ৪ দশমিক ৬৬ শতাংশ। ক্যাব বলছে, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে ভোজ্যতেল, ডাল, ডিমসহ কিছু পণ্যের দাম কমেছে।
এ সময়ে ভোজ্যতেলে ১২ দশমিক ৭৪ শতাংশ, লবণে ১০ দশমিক ৩৫ শতাংশ, ডালে ৭ দশমিক ৪২ শতাংশ, সুগন্ধি চালে ৫ দশমিক ৬৭ শতাংশ, মসলায় ৭ দশমিক ৩৮ শতাংশ, ডিমে ৭ দশমিক ১৬ শতাংশ, ফলে ৫ দশমিক ২১ শতাংশ, চা পাতায় ৩ দশমিক ৩৮ শতাংশ এবং আটায় ২ দশমিক ৩১ শতাংশ দাম কমেছে। ক্যাব জানায়, ২০১৪ সালে রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে গড়ে ৯ দশমিক ৭৬ শতাংশ। আর সবচেয়ে বেশি ১৬ দশমিক ৬৭ শতাংশ ভাড়া বেড়েছে বস্তি এলাকায়। যেখানে ফ্ল্যাট বাসায় ভাড়া বেড়েছে ১২ দশমিক ৮২ শতাংশ। সংস্থাটি বলছে, বিশ্ববাজারে কিছু পণ্যের দাম কমলেও দেশের বাজারে তার প্রভাব তেমন পড়েনি। আন্তর্জাতিক বাজারে গুঁড়ো দুধের দাম কমলেও দেশে কমেনি; উল্টো বেড়েছে। ২০১৩ সালে ডানো র্ব্যান্ডের এক কেজি গুঁড়ো দুধের গড় দাম ছিল ৬২৮ টাকা। ২০১৪ সালে তা ৭৩ টাকা বেড়ে হয়েছে ৭০১ টাকা হয়েছে। শতকরা হিসেবে যা ১১ দশমিক ৬১ শতাংশ। এছাড়া রেডকাউয়ের দাম কেজিতে ১৯ দশমিক ৩০ শতাংশ, অ্যাংকর ১৯ দশমিক ৬৩ শতাংশ, ডিপ্লোমা ১০ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *