দেশজুড়ে
পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে কর্তৃপক্ষের; নড়াইলে চিত্রাসেতু নির্মাণ কাজ অচিরেই শুরু
উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল চিত্রা নদীর উপর নির্মানাধীন ব্রীজের কাজ নড়াইল শহরের অংশ ৩ মাস যাবৎ বন্ধ। এ সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর টনক নড়েছে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর। এলজিইডি’র নকশা ত্রুটি’র কারনে নির্মাণ কাজ করতে পাছে না ঠিকাদার। অপর দিকে প্রধান প্রকৌশলীর দপ্তরের নকশা শাখার সিদ্ধান্তহীনতা ও গাফিলতির কারনে নির্ধারিত সময়ে ব্রীজের নির্মাণ সম্পন্ন করতে অনিশ্চিত হয়ে পড়েছে মর্মে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর কর্তৃপক্ষের টনক নড়ে। বৃহস্পতিবার দুপুরে এলজিইডি’র অতিরিক্ত প্রদান প্রকৌশলী মো: খলিলুর রহমানের নেতৃত্বে প্রকল্প পরিচালক প্রকৌশলী প্রভাষ চন্দ্র বিশ্বাস, প্রকৌশলী বিপুল মন্ডল, প্রকৌশলী আজহারুল ইসলাম নির্মাণাধীন ব্রীজ সরোজমিনে পরিদর্শন করেছেন। এসময় উপস্থিত ছিলেন নড়াইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেব বিশ্বাস, নির্মাণাধীন ব্রীজের “এমবিইএল-ইউডিসি জেভি” ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও ইউডিসি কনস্ট্রাকশনের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মো: কালাম হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী কাজী ইসমাইল হোসেন লিটন, বিএম রচিকুর রহমান, চৌধুরী বাবলুসহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ। পরিদর্শনকালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী উপস্থিত সাংবাদিক ও স্থানীয় বর্তমান চিত্রা ব্রীজের সৃষ্ট সংকট নিরসন সম্পর্কে জানতে চাইলে তিনি কোন জবাব না দিয়েই নড়াইল ত্যাগ করেন। তাৎক্ষনিক উপস্থিত নড়াইলবাসি তার এহেন আচারনে ক্ষুদ্ধ হন। নড়াইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুল মোতালেব বিশ্বাস জানান, অচিরেই পূর্ণাঙ্গভাবে ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে। নির্মাণ কাজ ৩মাস বন্ধ রয়েছে এ কথা তিনি অস্বীকার করেন। এসময় ঠিকাদার ইঞ্জিনিয়ার মো: কালাম হোসেন স্থানীয়দেরকে জানান, আগামি বুধবার ঢাকাতে ব্রীজের প্লানিংএ যে সমস্ত টেকনিক্যালসহ অন্যান ত্রুটি রয়েছে সে সকল ত্রুটি সমূহ সমাধান করা বলে এলজিইডি’র অতিরিক্ত প্রদান প্রকৌশলী মো: খলিলুর রহমান আশ্বস্ত করেছেন।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস